অনলাইন ডেস্ক :
করোনা মহামারির কারণে এ বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশে থেকেই পদক ও সনদ গ্রহণ করবেন। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, মহামারির পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিজয়ীরা উপস্থিত না হলেও নোবেল কমিটি এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে।
এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। আগামী ৪ঠা অক্টোবর থেকে ১১ই অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। ১৯০১ সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হচ্ছে।
আরও পড়ুন
নাইজেরিয়ায় নৌকা ডুবে, ৬০ জনের মৃত্যু
পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আরব আমিরাতের