July 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 18th, 2025, 8:38 pm

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে দায় সরকারের

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে এর জন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরে এক মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

তিনি আরও বলেন, যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানা-পিনা করছে, সন্ধ্যা বেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা?

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। অথচ, বিএনপি ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দলটি এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের (অনুভূতি) বিরুদ্ধে গেছে- তারা এবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরেকটি দল রয়েছে যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না।

সালাহউদ্দিন বলেন, আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি- এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায় তাদের উদ্দেশ্যে হচ্ছে- ফ্যাসিবাদের দোসরা যেন আবার পুনর্বাসিত হয়।

গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপির এই নেতা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

এনএনবাংলা/আরএম