জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ দিয়েছে। অবাক হয়েছি দেখে, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’—যা সনদে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল—তা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।
তিনি দ্রুত এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, এই বিষয়গুলো অবিলম্বে সংস্কার করা প্রয়োজন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “ড. ইউনূস, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন—যে সংস্কার প্রয়োজন, তা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনে গঠিত সংসদই পরবর্তীতে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। কিন্তু এর বাইরে গেলে বা প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার দায়ভার আপনাদের সরকারকেই নিতে হবে।
তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হলে, যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, তা সেখানেই বাস্তবায়িত হবে।”
নির্বাচন বিলম্বিত হওয়ায় স্বৈরশাসক শক্তি আরও বেপরোয়া হয়ে উঠছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যারা বিশৃঙ্খলা ও অরাজকতা দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর পক্ষে সওয়াল করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল