ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে পরিচিত) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ জাতির বুকে স্বাধীনতার প্রদীপ প্রজ্বলিত করেছিল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মুক্তিকামী জনগণকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।
এতে আরও বলা হয়, মাহেন্দ্রক্ষণটির প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দলীয় নেতৃবৃন্দসহ আজ (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন