January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 3rd, 2022, 7:11 pm

ঐন্দ্রিলা প্রসঙ্গে যা বললেন সৌরভ

অনলাইন ডেস্ক :

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা। বৃহস্পতিবারও (৩রা নভেম্বর) ভেন্টিলেশনে ছিলেন এই অভিনেত্রী। তার শারীরিক অবস্থা নিয়ে চলছে নানা জল্পনাও। অভিনেতা সৌরভ দাস বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল থেকেই ঐন্দ্রিলার পাশে আছেন। অভিনেতা জানালেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে। ফেসবুক পোস্টে সকলের উদ্দেশে সৌরভ দাস লিখেছেন, ‘ঐন্দ্রিলাকে নিয়ে জল্পনা করা বন্ধ করুন। আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। বিব্রত হবেন না। সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে। এতটা উদ্বেগের জন্য ধন্যবাদ। প্রার্থনা করুন।’ গত মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা শর্মা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ঐন্দ্রিলার কোনো হাইপার টেনশনের ইতিহাস নেই। তবে এখনও তার ক্যানসারের চিকিৎসা চলছে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা