January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 10th, 2022, 7:18 pm

ঐশ্বরিয়ার রূপে গুণে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার- বারবার বিতর্কের মুখে পড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘হাম দিল দে চুকে সনম’ থেকে ‘যোধা আকবর’, ‘গুরু’ তার জনপ্রিয় ছবির সংখ্যা প্রচুর। অভিনয়ের থেকেও বেশি তার রূপে মুগ্ধ গোটা দুনিয়া। বলিউড থেকে হলিউড সারা পৃথিবীজুড়ে রয়েছে অনুরাগীরা। বিভিন্ন ভক্ত বিভিন্ন সময় ঐশ্বরিয়ার জন্য নানা কা- ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো এ নায়িকার অনুসারীর সংখ্যা অনেক। সম্প্রতি তার এক ভক্তের কা-ের কথা প্রকাশ পেয়েছে। সেই ভক্ত সাধারণ কেউ নন, ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ঐশ্বরিয়ার রূপে গুণে মুগ্ধ এক অনুরাগী ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ২০০৮ সালে সেই সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আমন্ত্রণে পাকিস্তান রাষ্ট্রপতি ভবনে পারফর্ম করেছিলেন ঐশ্বরিয়া। পাকিস্তানের নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। যেখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল। ফলে ঐ অনুষ্ঠানের কোনো ভিডিও ক্লিপ বা ছবি পাওয়া যায়নি। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ এই পারফরমেন্সের কথা ফাঁস করেন সংবাদ মাধ্যমে। তা শুনে নাকি বেজায় রেগে গিয়েছিলেন ঐশ্বরিয়া। যদিও সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সেখানে পারফর্ম করতে নাকি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন নায়িকা। বিষয়টি নিয়ে কখনই মিডিয়ায় কথা বলতে চান না এ তারকা। কয়েক দফা সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলেও তিনি ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান। এদিকে বর্তমানে ঐশ্বরিয়া ব্যস্ত সময় পার করছেন পরিবার নিয়ে। ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত ‘ফ্যানি খান’ ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছে। বর্তমানে মনি রতœমের ‘পুনিন সিলভান’ শিরোনামের একটি বড় বাজেটের তামিল ছবির কাজ করছেন তিনি। ছবিতে ঐশ্বরিয়া ছাড়াও দক্ষিণ ভারতের বিখ্যাত সব তারকারা অভিনয় করছেন। ছবিটির প্রথম পার্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছর। আর দ্বিতীয় পার্ট মুক্তি পেতে পারে আগামী বছর।