January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 30th, 2022, 9:39 pm

ওএমএস-এর জন্য ২.২০ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে টিসিবি

ফাইল ছবি

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিও) ভার্চুয়াল বৈঠকে সয়াবিন তেল সংগ্রহ ও সার আমদানির দুটিসহ ছয়টি প্রস্তাব অনুমোদন করেছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া একটি প্রস্তাব অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তার খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির জন্য স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে ২২ মিলিয়ন (২ দশমিক ২০ কোটি) লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে।

তবে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি কোন কোম্পানিগুলো সরবরাহকারী এবং কোম্পানিগুলো সরাসরি সংগ্রহ পদ্ধতি (ডিপিসি) বা খোলা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে কিনা।

সিসিজিপি সভার সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, প্রস্তাবটি তাৎক্ষণিক পদক্ষেপে টেবিলে রাখা হয়েছিল এবং এই বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই।

মোট ৮০ হাজার মেট্রিক টন (এমটি) সার আমদানির বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব কমিটির অনুমোদন পেয়েছে।

এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৩৫৮ দশমিক ৪৮ কোটি টাকায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৫০ হাজার মেট্রিকটন মিউরিয়েট অব পটাশ (এমওপি) আমদানি করবে।

প্রতি মেট্রিকটন সারের দাম হবে ৬৭৯ দশমিক ৬৫ মার্কিন ডলার, আগে প্রতি মেট্রিকটন সারের দাম ছিল ৭৭৮ দশমিক ১৭ মার্কিন ডলার।

বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে ১৫০ দশমিক ৬৭ কোটি টাকা ব্যয়ে মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানি করবে।

প্রতি মেট্রিকটন টিএসপি’র দাম হবে ৪৭৪ মার্কিন ডলার, আগে প্রতি মেট্রিকটন টিএসপি’র দাম ছিল ৬৮৭ দশমিক ২৫ মার্কিন ডলার।

কমিটি ঢাকা ওয়াসার স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রস্তাব অনুমোদন করে।

—ইউএনবি