September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 8:17 pm

ওজন কম দেয়ায় ৭২,০০০ টাকা জরিমানা

রংপুর ব্যুরোরং
পুর বিএসটিআই বিভাগীয় কার্যালয় ভ্রাম্যমাণ আদালত ওজন কম দেয়ায় ৭২,০০০ টাকা জরিমানা ও মামলা ২ টি করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উক্ত মোবাইল কোর্টে মেসার্স ভাবনা ফিলিং স্টেশন, শঠীবাড়ি, মিঠাপুকুর, রংপুর প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার অকটেন-এ ১ লিটার কম প্রদান করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী সত্তর হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোটে মায়া বেকারি এন্ড কনফেকশনারি, শঠীবাড়ি, মিঠাপুকুর, রংপুর -কে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখার “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” অনুযায়ী দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুলতামিস বিল্লাহ ,সহকারী কমিশনার (ভূমি),মিঠাপুকুর,রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা মো: জুলকারনা-ইন, ফিল্ড অফিসার (সিএম) ও জনবা তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি)