November 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 5:47 pm

ওটিটিতে আসছে জয়া আহসানের ‘পুতুলনাচের ইতিকথা’

 

জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার আসছে ওটিটিতে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবং গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর, এবার সিনেমাটি ১৪ নভেম্বর থেকে দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। দর্শকের বোঝার সুবিধার্থে তিনি গল্পের সময়কাল কিছুটা আধুনিক করেছেন— ত্রিশের দশকের শেষ থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়কে প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ছবিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর তার সঙ্গে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় (শশী) ও পরমব্রত চট্টোপাধ্যায় (কুমুদ)। আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।

‘বিসর্জন’ ও ‘বিজয়া’–র পর আবারও পর্দায় ফিরেছে জয়া–আবীর জুটি, আর দর্শকরা এবার তাদের রসায়ন উপভোগ করতে পারবেন ঘরে বসেই।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় জয়া আহসান বলেছিলেন, “বাংলা সাহিত্যে পুতুলনাচের ইতিকথা ওপরের দিকেই থাকবে। খুব খুশি হব যদি সিনেমাটি বাংলাদেশের দর্শকও দেখতে পান। মানিক বন্দ্যোপাধ্যায়ের গায়ে বাংলাদেশের মাটি-বাতাসের আবহ লেগে আছে, তাই এই গল্প আমাদেরও।”

ওটিটিতে মুক্তির ফলে বাংলাদেশের দর্শকরা এবার ঘরে বসেই দেখতে পাবেন সাহিত্যনির্ভর এই প্রশংসিত সিনেমাটি।

এনএনবাংলা/