January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 29th, 2022, 9:12 pm

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘লাভ হোস্টেল’

অনলাইন ডেস্ক :

বলিউডের ‘বাদশা’ খ্যাত শাহরুখ খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০২১ সালের ডিসেম্বরে ‘বব বিশ্বাস’ নামে একটি সিনেমা মুক্তি দেয় প্রতিষ্ঠানটি। অভিষেক বচ্চন অভিনীত সেই সিনেমা জি ফাইভে মুক্তি পেয়ে বেশ দর্শক মাতিয়েছে। এবার ‘লাভ হোস্টেল’ নামে একটি থ্রিলার সিনেমা মুক্তি দিতে যাচ্ছে রেড চিলিজ। বলিউড হাঙ্গামাকে সিনেমার পরিচালক শঙ্কর রমন জানিয়েছেন, ‘লাভ হোস্টেল’ ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে। ‘তবে সিনেমার ট্রেলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাবে। এটি একটি থ্রিলার সিনেমা। আমরা এটি নিয়ে খুবই আশাবাদী। আশা করছি সবার ভালো লাগবে’- যোগ করেন রমন। এদিকে সানিয়া মালহোত্রা খুবই উত্তেজিত, শাহরুখ খান প্রযোজিত সিনেমাতে কাজ করতে পেরে। তিনি বলেন, ‘আমি শাহরুখের একজন বিশাল ভক্ত। তার সঙ্গে কাজের স্বপ্ন দেখি। তবে তার প্রযোজনায় কাজের সুযোগ পেয়েও আমি আনন্দিত।’ এ ছবিতে আরও অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, ববি দেওল।