অনলাইন ডেস্ক :
‘আশিকি টু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা আদিত্য রয় কাপুর। বড় পর্দার এই অভিনেতা এবার যাত্রা শুরু করতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে। টম হিডলস্টন অভিনীত বিবিসি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি রিমেকের মাধ্যমে ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করবেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অফিশিয়াল রিমেকে বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশানের অভিনয়ের কথা ছিল। পরবর্তীতে গুজব ছিল অভিনেতা এই প্রকল্প থেকে সরে এসেছেন। এখন শুনা যাচ্ছে আদিত্য রিমেকটির শুটিং করেছেন। সূত্র বলছে, হৃতিক ‘দ্য নাইট ম্যানেজার’-এর অভিনয় থেকে বেরিয়ে আসার পরে নির্মাতারা আদিত্য রায় কাপুরকে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনেতাও রাজি হয়ে যান। যে চরিত্রটিতে টম হিডলস্টন অভিনয় করেছিলেন সেই চরিত্রে দেখা যাবে আদিত্যকে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। ‘দ্য নাইট ম্যানেজার’ গুপ্তচরবৃত্তি থ্রিলার। ওরিজিনাল ওয়েব সিরিজটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছিল। আশা করা যাচ্ছে, আদিত্যও অভিনয় দিয়ে দর্শকদের প্রশংসা লুফে নেবেন। এছাড়াও দক্ষিনী সিনেমার ‘থাদাম’-এর রিমেকে দেখা যাবে আদিত্যকে। সঙ্গে থাকবেন ¤্রুনাল ঠাকুর।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত