অনলাইন ডেস্ক :
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার ফ্লোরিডার মার-আ-লাগো বাড়িতে এফবিআই অভিযান চালিয়ে দ্বিমুখি নীতি গ্রহণ করেছে। তিনি দাবি করেন, তার বাড়িতে গোপন নথিপত্র থাকার অজুহাত তুলে তল্লাশি অভিযান চালানো হয়েছে অথচ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়িতেও পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র ছিল।ট্রাম্প বলেন তার পূর্বসূরী বারাক ওবামা নিজের বাড়িতে তিন কোটি ত্রিশ লাখ পৃষ্ঠায় নথিপত্র নিয়ে গিয়েছিলেন যার বেশিরভাগই রাষ্ট্রীয় গোপন বিষয়। কিন্তু এ নিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো চিৎকার বা কোন প্রতিবাদ করা হয় নি।ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র একটি ধোঁকাবাজি, যেমন ধোঁকাবাজি ছিল রাশিয়া ইস্যু এবং তার বিরুদ্ধে দুই দফা আনা ইমপিচমেন্ট প্রক্রিয়া।গত সোমবার ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে এফবিআই এজেন্টরা অভিযান চালায়। একে ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে হামলা বলে উল্লেখ করেন এবং বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার করার নথিপত্র প্রকাশের দাবি জানান তিনি।ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযানের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বৃহস্পতিবার জানিয়েছেন, যে সমস্ত গোপন নথি পাওয়ার জন্য এই তল্লাশি অভিযান চালানো হয়েছে তার মধ্যে পরমাণু অস্ত্র সংক্রান্ত নথিও ছিল। তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেন নি যে, এটি আমেরিকার পরমাণু অস্ত্র নাকি অন্য কোন দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নথি ছিল।পার্সটুডে
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩