November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 9:03 pm

ওবায়দুল কাদেরের ‘পালক পুত্র হিরু’র বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরু-এর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযোগের প্রাথমিক মূল্যায়নের পর হিরুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের সূত্রে জানা গেছে, হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং বিদেশে অর্থপাচার করেছেন।

বর্তমানে হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ এবং ওয়েস্ট ফিল্ড নামের একাধিক ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক।

অভিযোগে আরও বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা অবৈধভাবে হাতিয়েছেন।

দুদক এই অভিযোগ যাচাই করতে দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে। দলের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, আর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসহকারী পরিচালক আবু তালহা। তারা হিরুর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তদন্ত পরিচালনা করবেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পুলিশ হিরুকে গ্রেপ্তার করে। পরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন।

এনএনবাংলা/