যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির মধ্যকার বৈঠক শুরু হয়েছে।
ওভালে স্থানীয় সময় সময় দুপুর একটার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হয় বৈঠক। খবর বিবিসি ও রয়টার্সের।
আজ হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে দেখা হওয়ার পরপরই ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি কার্যকর শান্তি চুক্তি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।
যদিও গত শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট একটি স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চালালেও যুদ্ধবিরতির ঘোষণা আসেনি, সেই সাথে আসেনি বড় কোনো অর্জনও।
ওই বৈঠকের তিনদিনের মাথায় আজ আবার ট্রাম্পের সঙ্গে বৈঠক বসেছেন জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। ফলে এই বৈঠকটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে হোয়াইট হাউসের আলোচনার আগে ট্রাম্প জেলেনস্কিকে ক্রিমিয়া ও ন্যাটোর আশা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
এর আগে চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা হয় জেলেনস্কির। সেই ঘটনায় পর দুই নেতার মধ্যে এটি প্রথম সাক্ষাৎ।
তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আছেন ইউরোপীয় মিত্ররাও। ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ আরও কয়েকজন নেতা ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে যোগ দিয়েছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকার বাইরে এখনও কিছু ‘মব’ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা