December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 3rd, 2023, 8:14 pm

ওমরাহ করতে যাচ্ছিলেন ১৬ ভিক্ষুক, বিমানবন্দরে আটক

অনলাইন ডেস্ক :

কৌশলে ওমরাহ পালনের ভিসা নিয়ে সৌদি আরবে ভিক্ষা করতে যাচ্ছিলেন পাকিস্তানের ২০ ভিক্ষুক। তবে রক্ষা হয়নি তাদের মধ্যের ১৬ ভিক্ষুকের। আটক হয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মুলতান বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানি ভিক্ষুকদের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে সৌদি সরকার। তার মধ্যেই এমন ঘটনা ঘটল। বিমানে চেপে বসার পর একদম শেষ মুহূর্তে ওই ব্যক্তিদের নামিয়ে আনা হয়। প্

রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ওমরাহ পালনের নামে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ওই চক্রের সন্ধান পায়। দুই দিন আগে এই গ্রেপ্তারের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক শিশু ও ১১ নারী রয়েছেন। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা শিকার করেছেন তারা ভিক্ষাবৃত্তি করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন। তাদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা যে ট্রাভেল এজেন্সির লোকজন করে দিয়েছে, তাদের ভিক্ষা করে পাওয়া অর্থের অর্ধেক দেওয়ার চুক্তি হয়েছে। ওমরাহ ভিসার মেয়াদ শেষ হলেই তারা দেশে ফিরে আসতেন।