Friday, October 31st, 2025, 4:53 pm

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

ফাইল ফটো

 

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দেশটিতে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহযাত্রীর চাপ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এই অতিরিক্ত চাপ সামলাতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ভিসা–সংক্রান্ত বিধিতে পরিবর্তন এনেছে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, সংশোধিত এই নিয়ম আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, “ওমরাহ মৌসুমে যাত্রীদের প্রবাহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবেই ভিসার মেয়াদ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

চলতি বছর ওমরাহ মৌসুমের প্রথম পাঁচ মাসেই বিদেশি হজযাত্রীদের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে, যা ভবিষ্যতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/