January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 12:50 pm

ওমানে ঘূর্ণিঝড়ে নিহত ৩ প্রবাসীর গ্রামের বাড়িতে শোক

ওমানে ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে নিহত তিন বাংলাদেশির লক্ষ্মীপুরের সদর উপজেলার মধ্যম মকরধ্বজ গ্রামে নিজ বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন, ওই গ্রামের শামছুল ইসলাম, আমজাদ হোসেন হ্নদয় ও জিল্লাল হোসেন। এরা তিনজন পরস্পর নিকটাত্মীয় বলে জানা গেছে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, ওমানের মাস্কাট শহরের কাছে উপকূলীয় সাহাম এলাকায় একটি খেজুঁর বাগানে শ্রমিক হিসেবে কাজ করতো বাংলাদেশের লক্ষ্মীপুরের আমজাদ। তার নিকটাত্মীয় অপর দুই জন একই এলাকায় কাজ করতেন। গত ৩ অক্টোবর ওমানে ঘূর্ণিঝড় শাহীন আঘাত হানলে প্রাণ হারান তারা।

নিহতদের ক্ষতিপূরণসহ দ্রুত লাশ ফেরত আনতে জোর দাবি জানিয়েছেন স্বজনরা।

–ইউএনবি