মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
তবে নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশ কমান্ড জানিয়েছে, ওই ভারতীয় নাগরিককে তার ব্যক্তিগত গাড়িতে করে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন এবং পাচারের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক করা হয়।
ওমানে অ্যালকোহল পরিবহন ও পাচারের বিষয়ে কঠোর আইন রয়েছে এবং এই ধরনের অপরাধের জন্য গুরুতর শাস্তির বিধান রয়েছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
জামায়াতের সমাবেশে ২ লাখ পানির বোতল বিতরণ এক ব্যবসায়ীর
যাত্রাবাড়ী দিয়ে ঢাকায় আসছে সারি সারি গাড়ি, কয়েক কিলোমিটার যানজট
বয়সে ছোট মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, তারপর কী ঘটল