December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 26th, 2023, 8:59 pm

ওয়াগনারে শোইগুর সফর নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে এলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং তাদের সঙ্গে কথা বলতে নিজেই দেখা করেছেন। রাশিয়ার নিউজ এজেন্সি রিয়ার বরাতে সোমবার (২৬ জুন) এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। গত রোববার রাতেই ‘বিদ্রোহ’ থামিয়ে মস্কো অভিমুখে যাত্রা বাতিল করে ওয়াগনারের প্রধান ইয়েভজনি প্রিগোজিন। সশস্ত্র বিদ্রোহের আগে তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সঙ্গে রোস্তভে দেখা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে সাক্ষাৎ হয়নি। টেলিগ্রামে এক পোস্টে রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শোইগু ‘পশ্চিম’ গ্রুপিং কমান্ডার কর্নেল-জেনারেল নিকিফোরভের সঙ্গে দেখা করেছেন। ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ জড়িত সেনা এবং কর্মীদের দিকে বিশেষ মনোযোগ দিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী।

তার সফরের একটি ভিডিও প্রকাশ হয়েছে। তিনি একটি বিমানে চড়ে সেনাদের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়ে একাধিক সংবাদমাধ্যম। তবে তিনি কখন এবং কোথায় গিয়ে সাক্ষাৎ করেছেন, এ-সংক্রান্ত কোনো তথ্য জানায়নি মস্কো। ইউক্রেন লড়াইরত ওয়াগনার যোদ্ধা ও রুশ সেনাদের পর্যাপ্ত সামরিক সহায়তা না দেওয়া নিয়ে সের্গেই শুইগোর ওপর ব্যাপক ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। একসময় এই ক্ষোভ বিস্ফোরণ ঘটে। মস্কোর সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।