December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 15th, 2023, 9:20 pm

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে সাতে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। সুপার ফোরে দারুণ নৈপুণ্যে ফাইনালে নাম লেখানোর পর বাংলাদেশকে টপকে সাতে অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। সাকিবদের অবস্থান হয়েছে আট নম্বরে। সর্বশেষ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয়ের পর শ্রীলঙ্কার ৯৩ রেটিং পয়েন্ট প্রাপ্তি বাংলাদেশকে পেছনে ফেলতে ভূমিকা রেখেছে। আটে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং এখন ৯২। টুর্নামেন্টে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ কোনো রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে গেছে।

অপর দিকে, এশিয়া কাপে অপরাজেয় থাকা ভারত ১১৬ রেটিং নিয়ে পেছনে ফেলেছে পাকিস্তানকে। ভারতীয় দল দুই নম্বরে উঠেছে। আর ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে পাকিস্তান। ভারতীয় দল শীর্ষস্থান অর্জন করবে যদি তারা এশিয়া কাপ জেতে এবং শীর্ষে থাকা অজি দল দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের বাকি দুই ওয়ানডেতে হারে। তার পর দুই দল অবশ্য বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার বর্তমান রেটিং ১১৮। কিছুদিন আগে এক নম্বরে জায়গা করে নেওয়া পাকিস্তানের আপাতত র‌্যাঙ্কিংয়ের উন্নতির কোনো সুযোগ নেই। কারণ বিশ্বকাপের আগে কোনো ম্যাচ নেই বাবরদের।