ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে জমা রয়েছে ২০ কোটি ২৬ লাখ টাকা। যেসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, সেগুলো ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিমের।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁদের ব্যাংক হিসেবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেন হয়েছে। আমদানি–রপ্তানি বাণিজ্যের আড়ালে একে অপরের সহযোগিতায় শুল্ক ফাঁকি, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন দেশের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি বিএনপির বিষয় নয়: মঈন খান