Thursday, January 20th, 2022, 7:56 pm

‘ওলট পালট’ নাটকে মোশাররফ-তিশা

অনলাইন ডেস্ক :

পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। এখানে সাহেদ হলেন মোশাররফ করিম আর মিরা হলেন তানজিন তিশা। দু’জনকে নিয়ে ‘ওলট পালট’ নামের ভিন্ন গল্পের একটি নাটক নির্মাণ করলেন এস আর মজুমদার। নামের সঙ্গে মিল রয়েছে গল্পেও- যেখানে দেখা যাবে ঘর সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত তানজিন তিশা! নির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে। আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু পজিটিভ বার্তা দেওয়ার।’ সিএমভি প্রযোজিত ‘ওলট পালট’ ২১ জানুয়ারি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।