January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 1st, 2021, 6:16 pm

ওসমানীনগরের নতুন ইউএনও নীলিমা রায়হানা

জেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের ওসমানীনগরের নতুন ইউএনও বেগম নীলিমা রায়হানা। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তারকে সিলেট সদরে বদলী করা হয়েছে। তার স্থলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে বেগম নীলিমা রায়হানাকে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, আমাকে সিলেট সদরে বদলি করা হয়েছে। ২/১ দিনের মধ্যেই যোগদান করব। ওসমানীনগরবাসী আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।