সিলেট সংবাদদাতা : বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ছাত্রলীগ নেতা ‘শুটার’`আনসার ও তার সহযোগী নাঈমকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় জেলার ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরের মেজটিলা সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে আমিনুল ইসলাম নাঈম (২৩)।
গণমাধ্যমে পাঠানো র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট এসএমপির শাহপরান থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা (নং-১৫(৮)২৪) দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃতরা পলাতক ছিল। এরমধ্যে ১নং আসামী আনসার ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে, জানায় র্যাব।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার