September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 1:23 pm

ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

সিলেট অফিস:

সিলেট এমএজি ওসমানীেমেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।দুদক সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক জুয়েজ মজুমদারের নেতৃত্বে একটি দল বুধবার দুপুর থেকে অভিযান শুরু করে। এই হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।বেলা সাড়ে ১২ টা থেকে অভিযান শুরু হয়। ১ টায় এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছিলো।অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের দেওয়া খাবার, প্যাথলজি বিভাগ ঘুরে দেখছেন। এসময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখছেন।সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ওসমানী হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০০ রোগী সেবা নেন। এই হাসপাতালে সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। আছে অনিয়মের অভিযোগও।