সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক। প্রায় ৩০ লক্ষের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, “ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।”
তিনি আরও দাবি করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংগঠিতভাবে তার পেজের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, যার ফলেই শেষ পর্যন্ত পেজটি সরিয়ে নেয় ফেসবুক।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
এদিকে, ওসমান হাদিকে কেন্দ্র করে প্রকাশিত পোস্ট, ছবি ও ভিডিওতে ধারাবাহিক রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইকের কারণে আরও অনেকের ফেসবুক আইডি ও পেজে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে।
এছাড়া, জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ সহ আরও বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, তাদের প্রোফাইল থেকেও ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক ভিডিও রিমুভ করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের