ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমবেত হয়েছেন।
বেলা সাড়ে ১১টার আগেই পুরো এলাকা কানায় কানায় ভরে যায়। উপস্থিত জনতা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এর মতো স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন। চোখে জল, মুখে শোক থাকা সত্ত্বেও সকলে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

শহীদ হাদির জানাজার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশেপাশের সব প্রবেশ পথে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। বিশেষ টহলে রয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল শোক মিছিলের মাধ্যমে শহীদ হাদির মরদেহ জানাজার মাঠে নিয়ে আসার প্রস্তুতি চলছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা