December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 7:27 pm

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ। পাশাপাশি সংস্থাটি সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার এক বিবৃতিতে কমনওয়েলথের মহাসচিব শির্লে বোচওয়ে বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে আমি বাংলাদেশের সাধারণ জনগণের শোকের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সাম্প্রতিক সহিংসতার পর ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পরিস্থিতি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা আইনের শাসন বজায় রাখে এবং গণমাধ্যমকর্মীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই সংকটকালীন সময়ে শান্তি রক্ষা করা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিবেচনা প্রদর্শনের আহ্বানে আমি নিজেও অংশগ্রহণ করছি।”

এনএনবাংলা/