ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ। পাশাপাশি সংস্থাটি সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।
শনিবার এক বিবৃতিতে কমনওয়েলথের মহাসচিব শির্লে বোচওয়ে বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে আমি বাংলাদেশের সাধারণ জনগণের শোকের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্য ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সাম্প্রতিক সহিংসতার পর ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের পরিস্থিতি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা আইনের শাসন বজায় রাখে এবং গণমাধ্যমকর্মীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতার দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই সংকটকালীন সময়ে শান্তি রক্ষা করা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিবেচনা প্রদর্শনের আহ্বানে আমি নিজেও অংশগ্রহণ করছি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
হাদি হত্যার পুলিশ প্রতিবেদন আসার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই: উপদেষ্টা