December 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 5:26 pm

ওসমান হাদির স্বরণে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়সনের নিরবতা পালন

Oplus_131072

টাঙ্গাইল প্রতিনিধি:

দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্বরণে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েসনের উদ্যোগে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ ডিসেম্বর) সকালে শহরের বটতলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ঠ্র ঘোষিত শোক দিবস উপলক্ষে এই কর্মসুচির আয়োজন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি মু.জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জলের সঞ্চালনায় সহ সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত,আরমান কবীর সৈকত,মোস্তফা কামাল নান্নু,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার,সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু,সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন,গবেষনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ,ক্রীড়া সম্পাদক মনির হোসেন,সহ ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম,কোষাধাক্ষ মীর রুহুল আমীন রনি,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল পিন্টু ও কার্যকরী সদস্য মো.কামরুজ্জামান, নাহার চাকলাদার,আলমগীর হোসেনসহ সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য,গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্সকার্লবার্ট রোডে ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে বিশেষ এয়ার এম্বুলেন্স যোগে গত সোমবার সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯ টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। শনিবার(২০ ডিসেম্বর) শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষনা করেন।