December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 4:24 pm

ওসমান হাদির হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে: সালাহউদ্দিন

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সতর্ক করেছেন, যেন কেউ এ ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আগে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় বিএনপির পক্ষে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মী উপস্থিত আছি। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়েছি এবং তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি বা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই ঘটনাকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচন পেছানো বা ব্যাহত করার কোনো ষড়যন্ত্র যাতে ঘটতে না পারে, সেজন্য দেশের সকল জনগণকে সচেতন থাকতে হবে।

এনএনবাংলা/