অনলাইন ডেস্ক :
মিস্টার ও মিস ফটোজেনিক ২০২২ এ প্রথম রানার আপ তুলি ওয়ালি এসোসিয়েটের আয়োজনে মিস্টার ও মিস ফটোজেনিক ২০২২ এ প্রথম রানার আপ হয়েছেন আইন বিষয়ে পড়াশোনা শেষ করা অভিনেত্রী ও নৃত্যশিল্পী শায়লা পারভিন তুলি। সম্প্রতি ঢাকার বেইলি রোডে ড.নিলীমা ইব্রাহীম মিলনায়তনে গ্র্যান্ড ফিনালাতে মেয়েদের গ্রুপে প্রথম রানার আপ হিসেবে তাকে বিজয় মুকুট পরানো হয়। দীর্ঘ সাত মাসের অক্লান্ত পরিশ্রমের জার্নিতে দেশ সেরা সেলিব্রেটিরা গ্রুমিং করান। মডেল ও অভিনেতা ইমতু রাতিশের উপস্হাপনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মডেল আইকন বুলবুল টুম্পা,সুপার মডেল সৈয়দ রুমা,আরজে নিরব,মডেল উপস্হাপিকা চৈতি, লাবণ্য, প্রভা ও জিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ব্ল্যাক লিফ ও তার কর্ণধার সৈকত জোয়ারদর।নৃত্য পরিচালনায় ছিলেন অপূর্ব ও লিজন। ফটোগ্রাফি ও ভিডিও ট্রায়ো ভিউজুয়াল হাদী। অনুষ্ঠানের ড্রেস পার্টনার ছিলো হিরা কালেশন,আনাবিয়া। মেইক ওভারে ছিলো তানজিলা মেইক ওভার। অনুষ্ঠানে প্রাণবন্ত ছিলেন তুলি। প্রথম রানার আপ হিসেবে নাম ঘোষণার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুলি সমস্ত অর্জনকে আয়জকদের বলে মন্তব্য করেন। কারণ তারা যতœ সহকারে প্রতিটি ধাপ উত্তরণে বিশেষ ভূমিকা রেখেছেন। এত সুন্দর আয়োজন এবং ব্যবস্হা পনা দেখে সত্িয মুগ্ধ হয়েছেন বলে জানান। তিনি বলেন আল্লাহ চাইলে এবং সবার সহযোগিতা পেলে অবশ্যই মিডিয়াতে কাজ করবো।
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’