January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 25th, 2022, 7:38 pm

ওয়েব দুনিয়ায় মনোযোগী মোশাররফ করিম

অনলাইন ডেস্ক :

নাটকের নিয়মিত অনেকেই ট্র্যাক পরিবর্তন করেছেন। মন দিয়েছেন ওয়েব দুনিয়ায়। সেই তালিকায় আছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমও। সম্প্রতি ‘কফিন’ ও ‘দাগ’ শিােমে দুটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন এই অভিনেতা; আছে মুক্তির অপেক্ষায়। সত্য ঘটনা অবলম্বনে ও ভৌতিক গল্পে নির্মিত হয়েছে ‘কফিন’। নির্মাণ করেছেন পরিচালক রনি ভৌমিক। নির্মাতা রনি ভৌমিক জানিয়েছেন, ‘গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে, ভৌতিক এবং থ্রিলার। একটা লাশ নিয়ে পুরো কাহিনি যেখানে পরতে পরতে নানা অদ্ভুত ঘটনা ঘটে। মোশাররফ করিমকে এখানে দেখা যাবে অ্যাম্বুলেন্স ড্রাইভারের চরিত্রে।’ ‘কফিন’ ওয়েব ফিল্মে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন অশোক বেপারি, শুভ প্রমুখ। একটি বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে রোবেনা রেজা জুইকে। শিগগিরই ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি। অন্যদিকে, ‘দাগ’ নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এখানে মোশাররফ করিমের সাথে পর্দায় দেখা যাবে আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ। ‘দাগ’ ফিল্মের গল্প প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই সেটি মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনও এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি! সেই মুছতে না পারা দাগগুলো নিয়েই এই সিনেমা।’ নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘দাগ’ প্রসঙ্গে বলেন, ‘গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনও নির্মাণ হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না।’ শিগগিরই দাগ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।