নিজস্ব প্রতিবেদক :
এবার ওয়েব ফিল্মে নাম লেখাচ্ছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। আগামী মাসে ‘কল্প’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানান তিনি। এটি পরিচালনা করবেন আনিস শিকদার। ছন্দা বলেন, প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি। একটু অন্যরকম গল্পে কাজটি হবে। বাকিটা শুটিংয়ে গেলে বুঝতে পারবো কি হচ্ছে। এখনতো ওটিটির কাজগুলো বেশ ভালো করছেন নির্মাতারা। আশা করছি এটিও ভালো কিছু হবে। ওয়েব ফিল্মের বাইরে এই অভিনেত্রীর হাতে সিনেমার কাজও আছে বলে জানান। আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় দেখা যাবে তাকে। লকডাউনের কারণে অনেকদিন এগুলোর শুটিং বন্ধ ছিল। খুব শিগগির সিনেমাগুলোর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। এদিকে সম্প্রতি সরকারি অনুদানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেন শায়লা রহমান তিথি। টিভি নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন ছন্দা। দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’ ও বাংলাভিশনের ‘মমতাজ মহল’ নামের দুটি ধারাবাহিক প্রচার চলতি রয়েছে তার। এ দুই ধারাবাহিকের বাইরে আগামী মাসে নির্মাতা সজীব মাহমুদের নতুন একটি ধারাবাহিকে শুটিং শুরু করবেন তিনি।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম