January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 18th, 2023, 7:51 pm

কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি

কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার গফুরের মৎস্য প্রকল্প এলাকায় অভিযান চালায়।

সীমান্তরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা তাদের বহন করা ৪টি পলিথিন ব্যাগ ফেলে নাফ নদের তীরে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যাগগুলো থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই মাদকদ্রব্য উদ্ধার করার পরে একটি আইনি প্রক্রিয়া চলছে।

—ইউএনবি