জেলা প্রতিনিধি :
কক্সবাজার শহরে অভিযান চালিয়েছে একটি তিনতলা ভবনসহ ১২টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
মঙ্গলবার (২৫ মে) সকাল ১০ থেকে সন্ধ্যা পর্যন্ত কউকের সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
কউক সচিব জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে অনুমোদনহীন একটি তিন তলা ভবন, সাতটি দোকান, তিনটি একতলা ভবনসহ ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা আনসারের সার্বিক সহযোগিতায় চালানো মোবাইল কোর্ট পরিচালনাকালে কউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, ‘কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার