January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 16th, 2021, 8:10 pm

কক্সবাজারে নতুন বউয়ের সঙ্গে মধুচন্দ্রিমায় নিলয়

অনলাইন ডেস্ক :

সদ্যই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। এখন তো আর লুকোচুরির কিছু নেই। তাই আর সময় না নিয়ে মধুচন্দ্রিমায় গেলেন স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে নিয়ে। সকাল সাড়ে ৯টায় ইউ এস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার যান এই নবদম্পতি। জানা গেছে, আগামী ১৯ আগস্ট পর্যন্ত দুজন সেখানে একান্ত মূহুর্ত কাটাবেন। উল্লেখ্য, এর আগে বিয়ের ঘোষণার দিন নিলয় বলেন, গত বছর করোনার সময় ফেসবুকের কল্যাণে আমাদের পরিচয় ঘটে। এরপর প্রেম। এক বছরের মধ্যে আমাদের দারুণ বোঝাপড়া হয়।এই বোঝাপড়া থেকেই বন্ধন। গত ৭ জুলাই দুই পরিবারে সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটি নিলয়ের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০১৬ সালের ৭ জানুয়ারি অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেন। নানা জটিলতায় ২০১৭ সালের ১৭ জুলাই সেই সম্পর্কের ইতি টানেন।