কক্সবাজারের চকরিয়ায় মন্দির থেকে হেঁটে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় পিকআপের চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপের চালক শহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে।
এর আগে গত মঙ্গলবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকার মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের কাছে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয় এবং আহত হন আরও চার ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের কাছে ৯ ভাই-বোন রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তারা ৯ জন কয়েক দিন আগে মারা যাওয়া তাদের বাবার জন্য প্রার্থনা করতে মন্দিরে গিয়েছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫