নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাশেলে। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে মিশেল বৃক্ষরোপণের বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের সুখ-দুঃখের কথা শুনেন। তবে এ সময় ক্যাম্পে কোনো সাংবাদিকদের প্রবেশ করতে দেননি সংশ্লিষ্টরা। ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত বলেন, ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাশেলে সন্তুষ্ট প্রকাশ করেছেন। দুপুরের পর তার সঙ্গে একটি বৈঠক রয়েছে। এরপর আপনাদের আরও কিছু বিষয়ে জানতে পারবো। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, রোহিঙ্গাদের বর্তমান পরিবেশ-পরিস্থিতি, প্রত্যাবাসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাশেলে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিশেল ব্যাশেলে গত সোমবার বিকেলে একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজারে আসেন। দুপুরের পর কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে মতবিনিময়ে পর ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
রান্নায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে বিএসটিআই
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ