কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে বৃহস্পতিবার রোহিঙ্গা সম্প্রদায়ের আরেক নেতা (মাঝি) নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ সেলিম (২৮) কুতুপালং ক্যাম্পের উপ-মাঝি (উপ-প্রধান)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সেলিম বুধবার রাতে স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ের কাজ তদারকি করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন।
ওসি বলেন, তাকে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেলিম মারা যান।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হারুনুর রশীদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেলিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী