কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুটকী মার্কেটের সামনে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক কাউকে চেনা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম রেফার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন