কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শুক্রবার ভোররাতে এক কেজি ক্রিস্টাল মেথ ও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই ব্যক্তিকে আটক করার দাবি করেছে বিজিবি।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-একই উপজেলার রিয়াজ উদ্দিন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বিজিবি-২ এর একটি দল উপজেলার হ্নীলা বিওপির কাছে নাফ নদীর তীরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে। তারা মিয়ানমার থেকে দেশে মাদক পাচার করত।
অভিযানে বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (ক্রিস্টাল মেথ বা আইস) এবং পাঁচ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে আটক দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ