November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 6:03 pm

কক্সবাজার কলেজ ছাত্রলীগের সভাপতি মৌলভীবাজারে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজের সভাপতিকে মৌলভীবাজারে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজিবুল ইসলাম মোস্তাক নামের এই নেতা কক্সবাজার সদর থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে তাকে শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় রাজিবুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলা, উস্কানিমূলক বক্তব্য এবং নাশকতার একাধিক মামলা রয়েছে। জানা যায় গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন রাজিবুল ইসলাম মোস্তাক। ওই সময় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি দাম্ভিকতার সাথে থ্রেট করে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন। সরকার পতনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন রাজিবুল ইসলাম মোস্তাক। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে গ্রেফতার হন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজিবুল ইসলাম মোস্তাক গ্রেপ্তার এড়াতে সে মৌলভীবাজার শেরপুর এলাকায় এসে আত্মগোপনের চেষ্ঠা করেছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।