August 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 7th, 2025, 3:40 pm

‘কখনোই আপস করব না’, ট্রাম্পের শুল্কের জেরে মোদির কড়া বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/ ছবি: দ্য টেলিগ্রাফ

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম মন্তব্যে জানিয়েছেন, তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিষয়ে কখনোই আপস করবেন না।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নয়া দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে মোদী তার ভাষণে বলেন, এর জন্য তাকে ‘চড়া মূল্য’ দিতেও হলেও তিনি পিছু হটবেন না।

বিভিন্ন সূত্র জানাচ্ছে, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না পারা। বাণিজ্যচুক্তি নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতোমধ্যে ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প।

কৃষকদের স্বার্থরক্ষার কথা বলে ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে বার্তা দিলেন। নরেন্দ্র মোদী বলেছেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনো কৃষক, গো-পালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।

এরপরেই ইঙ্গিতপূর্ণভাবে মোদি বলছেন, আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত আছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।

ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। তাড়াহুড়োয় কেবল যুক্তরাষ্ট্রের সুবিধা হয়, এমন একপাক্ষিক চুক্তি করতে রাজি নয় ভারত।

এনএনবাংলা/আরএম