January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 29th, 2021, 1:26 pm

কটাক্ষের শিকার প্রসেনজিৎ

অনলাইন ডেস্ক:

সাম্প্রতিক সময়ে টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাদার টেরিজার জন্মদিনে তাঁর সঙ্গে তোলা পুরনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে। তাতে অভিযোগ ওঠে যে, এই ছবিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন। সেই অংশটি ক্রপ করে, অর্থাৎ বাদ দিয়ে ছবিটি পোস্ট করেছেন প্রসেনজিৎ। বৃহস্পতিবার মাদার টেরিজার সঙ্গে নিজের ছবিটি পোস্ট করেন প্রসেনজিৎ। ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, “মাদার টেরিজার উপস্থিতি ও তাঁর মহান বাণীতে জীবনের সমস্ত চিন্তা যেন নিমেষে দূর হয়ে যায়। আমি অত্যন্ত ভাগ্যবান যে তাঁর আশীর্বাদ পেয়েছিলাম।” প্রসেনজিতের এই পোস্টেই বেজায় ক্ষুব্ধ সামাজিক মাধ্যমের একাংশ। পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকেই আরেকটি পুরনো ছবি শেয়ার করেছেন। যাতে মাদার টেরিজার পাশে কলকাতার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা জ্যোতি বসুকে দেখা যাচ্ছে। অভিযোগ, ফটোশপের মাধ্যমে জ্যোতি বসুর অংশটি কেটে শুধু মাদার টেরিজার সঙ্গে ছবি দিয়েছেন তারকা। আর তার জেরেই ট্রোলড হয়েছেন সামজিক মাধ্যমে।