অনলাইন ডেস্ক :
‘আদালতের রায় মেনে সবার এখন এক হয়ে কাজ করা উচিত। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক নোংরামি হয়েছে আর নয়। এফডিসিতে কেন বহিরাগত আসবে? কে এনেছে? কেন এনেছে? কার এত বড় সাহস বহিরাগত আনার? লোক আনলেই সব কিছু? এত সহজ না।’ কথাগুলো শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজলের। গত বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ী হওয়ার ১ মাস ৪ দিন পর এফডিসিতে এসে কথাগুলো বলেন তিনি। চলচ্চিত্রের ১৮ সংগঠন বলে কিছু নেই উল্লেখ করে এক প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘কেন জায়েদকে অবাঞ্ছিত করবে? ওর অন্যায় কি? বললেই সব হয়ে গেল। আমাদের মাদার সংগঠন প্রযোজক সমিতি। সেই সমিতি দীর্ঘদিন ধরে বন্ধ। আছে পরিচালক সমিতি। সেই সমিতির সভাপতিই তো হাত তুলে জয় করায়। তাকেই রেড কার্ড দেখানো হয়েছে। যে সমিতির সভাপতি হাত তুলে জয় ঘোষণা করেন তাকে আগে অবাঞ্ছিত করা উচিত ছিল। তিনি (সোহানুর রহমান সোহান) অন্যায় করেছেন।’ সোহানুর রহমান সোহান সংবিধানের কিছু জানে না বলেও মন্তব্য করেন ডিপজল। এ সময় এই খলনায়ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা নোংরামি করছেন তাদের সবাইকে আমরা ধরবো। তারা কেন এই নোংরামি করেছে জবাব দিতে হবে। আর একজন আছেন সিনেমা হলের মালিক; তিনি বিরাট নেতা। তিনি যত বড় নেতাই মনে করুক না কেন নিজেকে তিনি আসলে জিরো। সবাই সাবধান হয়ে যান, এ নিয়ে আর মাতামাতি করবেন না।’ ‘এ দেশে এখনো আইন আছে। আদালত যাকে রায় দেবে সেই দায়িত্ব পালন করবে।’ বলেন ডিপজল।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!