November 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 25th, 2025, 6:32 pm

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

 

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ পৌঁছায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তবে প্রচণ্ড যানজটের কারণে খবর পাওয়ার ৩০ মিনিট পরেও কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটগুলো রওনা হয়েছে। কিন্তু তীব্র যানজটের কারণে এখনো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।”

এদিকে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেকে নিজ নিজ ঘর থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।

এনএনবাংলা/