July 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 15th, 2025, 5:36 pm

কনার তালাক নোটিশে সাক্ষী নুসরাত ফারিয়া

‘দুষ্টু কোকিল’ গান যেভাবে শ্রোতাদের মন কাড়ে, ঠিক তেমনি এক দুষ্টু ঝড় এসে হানা দিয়েছে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার ব্যক্তিগত জীবনে। ১২ বছরের দাম্পত্য জীবনের পর, কনা স্বামী গহীনের সঙ্গে পথ আলাদা করেছেন। ১৬ জুনের সেই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছেন কনাই নিজে।

বিচ্ছেদের চিঠির পেছনে আছে আরেকটা চমক—ডিভোর্স নোটিশে সাক্ষী হিসেবে নাম রয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তির।

নুসরাত শুধু কনার বন্ধু নন, কনার প্রাক্তন স্বামী গহীনের সঙ্গেও তাঁর ছিল ভালো সম্পর্ক। এক সময় এই তিনজনকে একসাথে আড্ডা দিতে, ঘুরে বেড়াতেও দেখা গেছে।
তাই প্রশ্ন উঠছে—কনার পরিবারের কেউ থাকতে, কেন ফারিয়া ও মোর্শেদ হলেন এই ডিভোর্স নোটিশের সাক্ষী?
নেটিজেনদের কল্পনায় চলছে গুজবের রোলারকোস্টার।

এদিকে, গায়িকা কনার ব্যক্তিগত জীবন ঘিরে গুঞ্জন আরও বেড়েছে। জানা গেছে, তিনি নাকি কয়েক মাস ধরেই গোপনে সম্পর্কে জড়িয়েছেন গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ শুভ্র-র সঙ্গে। ‘চুপিচুপি প্রেম’ চলছে দীর্ঘদিন ধরেই।

এই সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরপরই কনা যেন আগেভাগেই বিচ্ছেদের খবর দিয়ে দিয়েছেন—আড়াল ভাঙার আগে ঢাকনা খুলে ফেলা টাইপ অবস্থা।
তবুও সমালোচনার আগুনে পানি ঢালার চেষ্টায় তিনি ব্যর্থই বলা যায়।

ডিভোর্স নোটিশে পরিবারকে উপেক্ষা করে কেন বেছে নেওয়া হলো এই দুই সাক্ষীকে?
নাকি এই পুরো ঘটনাই আরও বড় কোনো গল্পের ট্রেলার?

কোনা সত্যি, কোনা গুজব—তা সময়ই বলবে।
তবে একথা বলাই যায়—কনার জীবন এখন যেন একদম বলিউডি প্লট: গান, প্রেম, বিচ্ছেদ, আর হঠাৎ এক সেলেব সাক্ষী!