অনলাইন ডেস্ক :
বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার, ৩ জুন সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিলেন নাতাশা দালাল। প্রসব বেদনা ওঠায় সোমবার সকালেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাতাশা। পরে সন্তান জন্ম দেয়ার পর বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান নাতনি হওয়ার সুখবর সকলকে জানান। প্রায় ১৫ সপ্তাহ আগে বরুণ এবং নাতাশা তাদের সন্তান আসার খবর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
সেখানে দেখা গিয়েছিল স্ত্রীর বেবি বাম্পে চুমু খাচ্ছেন বরুণ। তাদের সেই ঘোষণা অনুযায়ী এই সপ্তাহেই তাদের প্রথম সন্তান আসার কথা ছিল। আর সেটাই হলো। সন্তানের ছবি এখনও প্রকাশ করেননি বরুণ-নাতাশা দম্পতি। বরুণ এবং নাতাশা ছোটবেলার বন্ধু। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পরে তারা ২০২১ সালের ২৪ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়