January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 2:28 pm

কন্যা সন্তানের মা হলেন ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সির কোলে এলো আরও এক সন্তান। বুধবার (২৯ জুন) বিকালে তিনি এক কন্যার জন্ম দিয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ন্যান্সির মা হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। মা ও নবজাত দুজনই সুস্থ্ আছে বলে জানান তিনি।

এর আগে রোদেলা ও নায়লা নামে তার আরও দুটি কন্যা সন্তান রয়েছে।

২০২১ সালের আগস্ট মাসে গীতিকার ও অনুপম মিউজিকের সিওও মহসিন মেহেদীকে বিয়ে করেন সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি।

উল্লেখ্য,এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদকে ভালোবেসে বিয়ে করেছিলেন ন্যান্সি। সেই ঘরের প্রথম সন্তান রোদেলা। বিচ্ছেদের পর ২০১৩ সালে বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। আট বছরের এই সংসারে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান নায়লা।

—ইউএনবি