January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 7:41 pm

কবে আসছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা?

অনলাইন ডেস্ক :

এলিট ফোর্স র‌্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমার শুটিং ও ডাবিং শেষ হলেও এখনো প্রকাশ্যে আসেনি সিনেমাটির ট্রেলার। অবশেষে আগামী ২৯ জুলাই ট্রেলার প্রকাশ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা। এর আগে কয়েক দফায় সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেও করোনার কারণে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি দিতে পারেনি। এবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণার আগে ছবির ট্রেলার প্রকাশ হবে। সেদিন ঘোষণা করা হবে ছবির মুক্তি তারিখ। সিনেমার নির্মাতা দীপংকর দীপন বলেন, এ মাসের ২৯ তারিখে কক্সবাজারে জমকালো আয়োজনের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হবে। সেদিন সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে ছবির টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’౼এমন সংলাপ দেখে অনেকেই চমকে যান। আর সেখান থেকেই সিনেমাটির জন্য দর্শকরা মুখিয়ে আছেন। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়ামসহ একঝাঁক তারকা শিল্পী। এ সিনেমায় ওপার বাংলার দর্শনা বণিকও অভিনয় করেছেন।